Saturday, April 28, 2012

What a mistray

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বাড়িতে থাকলে খুন আর রাস্তায় থাকলে গুম। এভাবে দেশকে চলতে দেওয়া যায় না।

শনিবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরার পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, আপনারা নিশ্চই ভাল নেই। এই দুই দলের প্রতিহিংসার রাজনীতিতে দেশ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে।

তিনি বলেন, আজ যারা দেশে হরতাল দিয়ে দেশের ক্ষতি করছে তারা কি ক্ষমতায় গেলে দেশ ভাল চলবে? এবং যারা ক্ষমতায় আছে তারাও দেশ ভাল চালাতে পারছে না।

তিনি বলেন, বিএনপি হরতাল দিয়ে দেশের এইচএসসি পরীক্ষা বন্ধ করে দিয়েছে। এত শিক্ষার্থীদের ব্যাপক ক্ষতি হচ্ছে। এদের ক্ষমতায় আনা যাবে না।

তিনি বলেন, আমি ক্ষমতা ছেড়ে দেওয়ার পর দেশের কোনো উন্নয়ন হয়নি। হয়েছে লুটপাট, সন্ত্রাস আর চাঁদাবাজি। এ থেকে মুক্তি পেতে জাতীয় পার্টিতে আবার ক্ষমতায় আনতে হবে।

আমার ভয়ে রাষ্ট্রপতি শাষিত সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে। আর দেশে যে গণতন্ত্র চালু ক‍রা হয়েছে এই গণতন্ত্র দেশের মানুষ চায়না।

মুন্সীগঞ্জ-২ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেখ মো. সিরাজুল ইসলামকে আগামীতে জাতীয় পার্টির প্রার্থী পরিচয় করিয়ে দিয়ে বলেন, হারানো আসনটি আমরা আবার ফিরে পেতে চাই। দেশের উন্নয়নের জন্য আপনাদের পাশে পেতে চাই।

সিরাজদিখান উপজেলার জাতীয় পার্টির সভাপতি আব্দুল লতিফ হাওলাদারের সভাপতিত্বে বিশেষে অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির কোষাধ্যক্ষ মেজর (অব.) খালেদ আখতার, ছাত্র সমাজের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান হিমু প্রমুখ।

এর আগে এরশাদ মুন্সীগঞ্জের ইমামগঞ্জ পথসভায় বক্তৃতা করেন। এখন মুন্সীগঞ্জের পথে রয়েছেন। সেখানে তিনি ৩টায় জনসভায় বক্তব্য রাখবেন। 

Friday, April 27, 2012

Pep is Quit

His cabinet is packed with almost every major title in club football (13 out of a possible 19 in four years), but it's the quality of the attacking, aesthetically-pleasing football that flowered at Barcelona under his tutelage that will forever define Pep Guardiola.

It was a dream run that led to many aficionados arguing that this was the greatest team of all time. But on Friday, it ended with a speed that left the world gasping.

Guardiola, like so many hip, urban 40-somethings the world over are doing, stepped out of the way before burnout consumed him.

Despite creating one of the most beautiful ideas in world sport in recent memory, he himself called time on the all-conquering cycle, showing that there's often a high price to pay for beauty.

"It's been football, football, football but in life there are other things," the young visionary said, announcing his decision on Friday not to continue as the team's senior coach.

And as clubs around the world - Chelsea and Manchester City no doubt among them - scrambled for the phone to sound off his agent, Guardiola made his intentions clear.

"At some point I will return to management but right now I have no interest in another job," he said as most of his team - captain Carles Puyol, Xavi Hernandez, Victor Valdez, Andres Iniesta - sat among the rest in a packed press conference that was beamed live across the world.

"Talking to you and players for four years is very demanding," he said, clearly indicating his fatigue and exhaustion.

Many in the football world will debate the timing of Guardioala's decision. By their high standards, Barca have underperformed this season.

His presence could have helped lift the team's morale. But making clear that the famed philosophy of attacking football that prospered under Guardiola will not be discarded, the club was quick to anoint Tito Vilanova, his faithful No. 2, as coach for the coming season.

At Barca, it is clear that the model is bigger than the name.

Constant search of beauty took its toll

Earlier this week, as Barcelona trudged back in at the halftime break during the Champions League semifinal second leg, stunned by a shock Ramires goal, an audacious chip on the run, the world really wanted to see how rejuvenated they would be when they returned.

And crucially then, in the quarter of an hour that Pep Guardiola had, try to figure out what the Barca coach would have told his team.

By Barcelona's lofty standards, it was a season gone awry. Now, this was the final half where a season could be salvaged. The team that emerged continued to play the game like they had always done under their young, gone-bald manager. Nothing had changed - high possession was retained, an arrogant high line of defence maintained and the intricate, maze of passing continued. Yet nothing seemed the same. For those used to watching this team closely, it was immediately clear something was amiss.

Sometimes the most interesting part of observing Guardiola's model, ever since he replaced the equally-fatigued Frank Rijkaard in May 2008, was to assess how he kept his all-conquering team hungry with each passing season. Doesn't it exhaust you, doesn't it drain you?

Is it possible that you can get bored of it? As the team discarded all previous tenets of football, all forms of rigidity to create something entirely new and wondrous, it never seemed an issue.

But creating beauty takes an extreme toll. Guardiola's is an obsessive personality. On Friday, he spoke of the loss of feeling and drive.

"I need to recover the feeling that I had when I first started. I just don't feel the same," he said.

Losing weight, losing hair since he first took the Barcelona sidelines, shouting instructions, making those trademark wild, puppet string gestures which only his team understood and which befuddled the opposition even further, Guardiola - football's great young thinker - also showed on Friday that there's more to him than just his fantastic genius of football.

If you wanna do something Good you need nothing without a good heart .It's a example of this .This man has nothing he has no leg also but he is runing a mission to educated poor people .But you have erey thing except a heart to do good for other .Same on us and salut this man from my heart

অবসরটা সবাই নিজের মতো কাটায়। কেউ গান শোনে, কেউ বাগান করে। সুবীর বিশ্বাস অবসর কাটান শিশুদের পড়িয়ে। তা-ও বিনে পয়সায়। বিদ্যালয় থেকে ঝরে পড়া ও গরিব ঘরের শিশুরা তাঁর ছাত্র। মাথার ওপর ছাউনি নেই। নেই বেঞ্চ, চেয়ার-টেবিল। আছেন শুধু সুবীর। তাঁর টানেই ছুটে আসে শিশুরা। বিদ্যালয়ে না গেলেও পাঠশালায় তারা হাজির হয় ঠিকঠাক।
স্থানীয়দের কাছে এটি ‘গাছতলার পাঠশালা’ নামে পরিচিত। এখানে লেখাপড়ার পাশাপাশি শিশুদের সৃজনশীল কাজে অনুপ্রেরণা দেন সুবীর। জন্ম থেকেই তাঁর পা দুটি স্বাভাবিক নয়। হাত দুটি থেকেও না থাকার মতো। শারীরিক এই প্রতিবন্ধকতা ডিঙিয়ে নিজে পড়ছেন, শিক্ষার আলোয় আলোকিত করছেন অন্যদেরও। নয় বছর আগে এই পাঠশালার যাত্রা শুরু। ঝরে পড়া অনেক শিশু সুবীরের ছায়াতলে এসে এখন বিদ্যালয়মুখী।
পাঠশালায় ছাত্রছাত্রী ৪৫ জন। এরা সবাই আশপাশের সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। বিদ্যালয় ছুটির পর বিকেলে তারা পাঠশালায় আসে। শুক্রবার বাদে সপ্তাহের ছয় দিন বেলা তিনটা থেকে পাঁচটা পর্যন্ত পড়ানো হয় এখানে। শিক্ষার্থীরা কেউ পাঠশালার পড়ায় ফাঁকি দেয় না। সুবীর আদর করে তাদের চকলেট খাওয়ান। অভিভাবকেরাও ছেলেমেয়েদের খোঁজখবর নেন।
এই পাঠশালায় শিক্ষার্থীদের শরীরচর্চা, খেলাধুলা, বাবা-মায়ের প্রতি কর্তব্য, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ছবি আঁকা বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেন সুবীর। মাস শেষে নেন মূল্যায়ন পরীক্ষা।
সুবীরের বেড়ে ওঠা: বয়স তাঁর ২২। বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলার অবদা গ্রামে। পাঁচ বোন ও এক ভাইয়ের সংসারে তিনি চতুর্থ। বাবা বারীন্দ্র বিশ্বাস খেটে খাওয়া মানুষ। শিশুকালে বন্ধুদের সঙ্গে বিদ্যালয়ে যাওয়ার বায়না ধরতেন সুবীর। কিন্তু ছেলে যে আর দশটা শিশুর মতো নয়! কী করে বিদ্যালয়ে যাবে সে? বাবা-মায়ের এই দুশ্চিন্তা হার মানে সুবীরের আগ্রহের কাছে। ছেলেকে বিদ্যালয়ে ভর্তি করিয়ে দেন তাঁরা। ঘরে বসে লেখার চর্চা করে চলেন সুবীর। দুই হাতের মাঝে কলম চেপে লিখতে শেখেন।
অবদা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী পাস করেন। বাবার অভাবের সংসার। সুবীর চলে আসেন কিশোরগঞ্জের নিকলীতে। উপজেলার গুরুই ইউনিয়নের শিবিরপাড়া গ্রামে মামা সাধন বিশ্বাসের বাড়িতে ঠাঁই হয় তাঁর। মামা সুবীরকে স্থানীয় হিলচিয়া উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করে দেন। বাড়ি থেকে বিদ্যালয় এক কিলোমিটার দূরের পথ। এই পা নিয়ে বিদ্যালয়ে যেতে-আসতে উরু ফুলে যেত সুবীরের। তবু লেখাপড়া থামাননি।
এদিকে মামাদের নুন আনতে পান্তা ফুরায়। ভাগনের পড়ার খরচ চালাতে মামারা হিমশিম খাচ্ছিলেন। সেটা ২০০৩ সালের কথা। সুবীর তখন নবম শ্রেণীর ছাত্র। গৃহশিক্ষকের কাজ শুরু করেন। সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্রদের পড়াতেন। গৃহশিক্ষকতার টাকায় নিজের পড়ার খরচ হয়ে যেত। কিন্তু ভেতরে অন্য তাগিদ অনুভব করতেন সুবীর। চোখের সামনে দরিদ্র পরিবারের শিশুদের বিদ্যালয় থেকে ঝরে পড়া দেখে বড্ড মায়া হতো তাঁর। একদিন ওদের নিয়ে কাজে নেমে পড়লেন। ২০০৩ সাল থেকে শুরু, আজও পথচলা থামেনি।
নিজের পড়া, পাঠশালায় পড়ানোর পর গৃহশিক্ষকতা আজও ধরে রেখেছেন সুবীর। সন্ধ্যার পর বাড়িতে ১০ জন ছাত্রছাত্রী পড়ান। গৃহশিক্ষকতার সেই টাকায় পাঠশালার টুকটাক খরচাপাতি চলে।
‘অবসরটা ওদের দিলাম’: নিকলী সদর থেকে ১০ কিলোমিটার দক্ষিণে শিবিরপাড়া গ্রাম। মামাবাড়ির উঠানে সুবীরের পাঠশালা। জায়গাটি ছায়াঘেরা। সম্প্রতি এক বিকেলে ওই পাঠশালায় গিয়ে দেখা গেল, জনা চল্লিশেক শিশু সিমেন্টের বস্তার ওপর বসে আছে। মাথা দুলিয়ে কেউ পড়ছে, কেউ লিখছে। মাঝ বরাবর ফাঁকা স্থানটিতে চশমাপরা সুবীর একবার এদিকে, একবার ওদিকে যাচ্ছেন। মাঝে থেমে থেমে কাউকে পড়া বুঝিয়ে দিচ্ছেন। কারোর মাথায় হাত বুলাচ্ছেন।
আগন্তুক দেখে এগিয়ে আসেন সুবীর। তিনি জানান তাঁর লক্ষ্য, উদ্দেশ্য এবং এই কাজে জড়িয়ে পড়ার গল্প। ‘নানা কারণে গ্রামের কিছু ছেলেমেয়ে স্কুলে যেতে চায় না। অনেকে পড়াশোনা থেকে ছিটকে পড়ে। আবার আর্থিক সামর্থ্য না থাকায় অনেক অভিভাবক তাঁদের সন্তানকে প্রাইভেট পড়াতে পারেন না। কিছু অভিভাবক নিজেরাও পড়ালেখা জানেন না। তাঁদের ছেলেমেয়েরা পড়ালেখায় খারাপ করছে। এসব সমস্যা আমাকে ভাবিয়ে তোলে। তাই সিদ্ধান্ত নিয়েছি, আমি যতটুকু জানি, অন্যের মধ্যে ছড়িয়ে দেব।’ বললেন সুবীর।
পড়ানোর বিনিময়ে টাকা নেন না কেন—এমন প্রশ্নের জবাবে সুবীর বলেন, ‘টাকা নেই না এই ভেবে, দুই ঘণ্টা আমি তাদের লেখাপাড়া করাই। এই দুই ঘণ্টা আমার কোনো কাজ থাকে না। তাই অবসর সময়টা না হয় ওদেরই দিলাম।’ ভবিষ্যতেও মানুষের মাঝে শিক্ষার আলো ছড়ানোর স্বপ্ন দেখেন তিনি।
ঝরে পড়াদের পড়াতে পড়াতে দুই-দুবার নিজেই ঝরতে বসেছিলেন, জানান সুবীর। ২০০৬ সালে মানবিক বিভাগে এসএসসি দিয়ে বি গ্রেডে পাস করেন। এসএসসি পরীক্ষার আগে ও পরে দুই বছর করে পড়াশোনায় বিরতি দেন। অভাবের জন্য চারটি বছর বিসর্জন দেওয়ায় আফসোসের অন্ত নেই তাঁর। ২০০৯ সালে বাজিতপুর ডিগ্রি কলেজে ভর্তি হন। সেখান থেকে চলতি বছর ব্যবসায় শিক্ষা থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন।
সবার কাছে প্রিয়: পশ্চিম গুরুই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী নাছিমা আক্তার। সে প্রথম শ্রেণী থেকে এই পাঠশালায় পড়ছে। এখানে পড়তে খুব ভালো লাগে তার। একই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র পার্থ রায় বলল, ‘কুনু দিন স্কুলে না গেলেও সুবীর স্যারের পাঠশালায় আসা বন্ধ করি না।’ তৃতীয় শ্রেণীর ছাত্র আসলাম মিয়া বলল, ‘এখানে শুধু লেহাপড়া করি না। রাস্তায় ক্যামনে চলতে হয়, বড়দের কীভাবে সম্মান করতে হয়, তা-ও শিখি।’
এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন মিয়া জানান, গত কয়েক বছরে তাঁদের বিদ্যালয় থেকে আনুমানিক ৩০ জন শিক্ষার্থী ঝরে পড়ে। সুবীরের পাঠশালায় পড়ার পর তারা পুনরায় বিদ্যালয়ে ভর্তি হয়েছে। তাদের কেউ এখন দ্বিতীয়, কেউবা তৃতীয় শ্রেণীতে পড়ছে। একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী বলেন, ‘সুবীর ভাই-বোনের মমতা দিয়ে বাচ্চাদের লেখাপড়া শেখাচ্ছে। শিশুরা ওকে ছাড়া কিছু বোঝে না। অনেক ছাত্র স্কুলে না গেলেও তার পাঠশালায় ঠিকই যায়।’
গুরুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা আক্তার জানান, সুবীরের গাছতলায় যারা লেখাপড়া করে, তারা বিদ্যালয়েও ভালো ফল করে।
একটি ঘর হলে ভালো হতো: স্থানীয় অভিভাবক দেলোয়ারা বেগম জানান, তাঁর ছেলে তাসলিম প্রথম শ্রেণীতে পড়ার পর আর স্কুলে যেত না। এলাকার ছেলেমেয়েদের সঙ্গে বিকেলে সুবীরের পাঠশালায় যাওয়া শুরু করে। এরপর পুনরায় বিদ্যালয়ে ভর্তি হয়। এখন সে তৃতীয় শ্রেণীতে পড়ে।
গুরুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলুল হক বলেন, ‘সুবীরের ঋণ শোধ করার নয়। ৪০-৪৫টি শিশুকে পড়িয়ে কোনো টাকা-পয়সা নেয় না ছেলেটা। তাকে বারবার টাকা দিতে চেয়েও কোনো অভিভাবক টাকা দিতে পারেননি।’
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুর রহমান বলেন, ‘পাঠশালাটি দেখতে গিয়ে শিক্ষা উপকরণ কেনার জন্য তাকে দুই হাজার টাকা দিয়েছি।’ সুবীরের পাঠশালার জন্য একটি ঘরের প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।

What an oppertunity to get promotion .

পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ ২০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে মেধাতালিকায় ৮৭তম অবস্থানে আছেন। ৪৩ জনকে ডিঙিয়ে তিনি পেয়েছেন মানিকগঞ্জ জেলার পুলিশ সুপারের চলতি দায়িত্ব। তাঁর পরের ব্যক্তি পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার মনিরুজ্জামান। ৪৪ জনকে ডিঙিয়ে তাঁকে লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপারের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
অভিযোগ উঠেছে, এভাবে অনিয়ম ও দলীয়করণের মাধ্যমে ৩৬ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপারের চলতি দায়িত্বে পদায়ন করা হয়েছে। এসব কর্মকর্তার অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও আছে। কেউ কেউ সাময়িক বরখাস্ত হন।
এখন চলতি দায়িত্বে নিয়োগ পাওয়া কর্মকর্তারা পরে পুলিশ সুপারের পদে স্থায়ী নিয়োগ পাবেন। এ কারণে এ ধরনের পদায়নকে পদোন্নতি হিসেবে ধরা হয়।
অভিযোগ আছে, হারুন অর রশিদ তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার থাকার সময় গত বছরের ৬ জুলাই সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে মারধর করেছিলেন। এ ঘটনা ওই সময় গণমাধ্যমে ব্যাপক প্রচার পায়। ফারুককে মারধর করার ‘পুরস্কার’ হিসেবে ৪৩ জনকে ডিঙিয়ে হারুনকে এসপির পদ দেওয়া হয়েছে বলে পুলিশের মধ্যেই আলোচনা হচ্ছে।
পুলিশ সূত্র জানায়, বিরোধীদলীয় চিফ হুইপকে মারধরের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল জলিল এ কমিটির প্রধান। কিন্তু এ ব্যাপারে কোনো তদন্তই হয়নি। এ বিষয়ে কেউ মন্তব্যও করতে চাননি।
হারুন অর রশীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। পুলিশের কর্মকর্তারা জানান, কিছুদিন আগে তিনি যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন। তাঁর ফোন বন্ধ রয়েছে।
২২ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে ৫৩ জন পুলিশ কর্মকর্তাকে বদলি ও নিয়োগের আদেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই তালিকায় ২০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ কর্মকর্তা আছেন ৩৬ জন। তাঁদের পদায়নের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, দলীয় বিবেচনায় পছন্দের তালিকা ধরে পদায়ন করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, এ নিয়ে এই ব্যাচের ১৭ জন কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। তাঁরা হারুনসহ অনেকের পদোন্নতি নিয়ে আপত্তি তোলেন। পুলিশ কর্মকর্তারা স্বীকার করেন, অনিয়মের অভিযোগের কারণে পদোন্নতির তালিকাটি এক দফা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফেরত পাঠানো হয়। এরপর দীর্ঘদিন এটি ঝুলে ছিল। পরে কয়েকজন কর্মকর্তা মন্ত্রী-প্রতিমন্ত্রীর বাড়ি বাড়ি ঘুরে নিজেদের পছন্দের নাম যুক্ত করেন।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার প্রথম আলোকে বলেন, ‘পদোন্নতি ও বদলি নিয়ে সব সময় অভিযোগ ওঠে। এটা নতুন কিছু নয়। পদোন্নতির জন্য একটি কমিটি আছে, সেই কমিটিই সব ঠিক করে। এবার কিছু কর্মকর্তা বাদ পড়েছেন, আগামীতে তাঁরা পদোন্নতি পাবেন। এতে কোনো অনিয়ম হয়নি।’
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এবারের পদায়ন নিয়ে পুলিশ বিভাগে অসন্তোষ বিরাজ করছে। এর আগে এত অনিয়ম হয়নি। পদোন্নতি পাওয়া দুই কর্মকর্তা সম্প্রতি সরকারের ঘনিষ্ঠ বলে পরিচিত এক পুলিশ কর্মকর্তার কাছে যান। তাঁদের সঙ্গে পদোন্নতিবঞ্চিত এক কর্মকর্তাও ছিলেন। তাঁরা বলেন, ৩৬ জনকে পদায়ন করা হলেও মেধাতালিকায় চতুর্থ আনিছুর রহমান ও পঞ্চম বরকতুল্লাহ খানকে পদায়ন করা হয়নি। বরকতুল্লাহ বিগত সরকারের সময়ও বঞ্চিত ছিলেন। অভিযোগ শুনে ওই পদস্থ কর্মকর্তা নিজেও হতবাক হয়ে বলেন, বরকতুল্লাহর নাম তালিকায় ছিল। কিন্তু কেন শেষ মুহূর্তে তাঁকে বাদ দেওয়া হয়েছে, তা তিনি জানেন না।
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সৈয়দ নুরুল ইসলাম মেধা তালিকায় ৬৫তম অবস্থানে আছেন। ৩৫ জনকে ডিঙিয়ে তাঁকে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনারের চলতি দায়িত্বে পদায়ন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আরেক নেতা মনিরুজ্জামানকে একইভাবে পদায়ন করা হয়েছে।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলছে। তবু তাঁকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপির দায়িত্ব দেওয়া হয়েছে। বিভাগীয় মামলা চলছে এ কে এম এহসান উল্লাহর বিরুদ্ধেও। তাঁকে হাইওয়ে পুলিশের (পশ্চিম) পুলিশ সুপার পদে (চলতি দায়িত্ব) পদায়ন করা হয়েছে।
যোগাযোগ করা হলে সাবেক আইজিপি এ এস এম শাহজাহান বলেন, পুলিশের নিয়োগ ও পদোন্নতি মেধার ভিত্তিতে করতে হবে। তা না হলে ভালো পুলিশ গড়ে উঠবে না। দলীয় পরিচয় পদোন্নতির মাপকাঠি হলে পুলিশের সংস্কার আর কোনো দিনই হবে না।

Wednesday, April 25, 2012

৫ মে ইডেন নাইটদের দিকে: সাকিব

মে ইডেন কার? শাহরুখ খান না সৌরভ গঙ্গোপাধ্যায়ের?
ইডেনের সমর্থন সে দিন শাহরুখের নাইটদের দিকেই থাকবে বলে মনে করেন নাইটদের অন্যতম যোদ্ধা সাকিব-আলা-হাসান। ইডেনকে যিনি নিজের দ্বিতীয় ঘর মনে করেন, সেই সাকিবের দৃঢ় বিশ্বাস, বিপক্ষ টিমে সৌরভ থাকলেও শহর থাকবে কেকেআরের দিকেই। বুধবার শহরে একটি অনুষ্ঠানে এসে সাকিব বলে দিলেন, “ব্যাপারটা যে ভাবে প্রাচর করা হচ্ছে, আমি সে ভাবে দেখছি না। পুণে ম্যাচের আগে আমাদের বেঙ্গালুরু ম্যাচ আছে। তবে জনসমর্থন পুণে ম্যাচে ভাগ হবে বলে মনে হয় না। শহরের টিম যখন ইডেনে, লোকে তো সেই টিমকেই সমর্থন করবেন। দু’এক জন ব্যতিক্রম হতে পারেন। আমি আশা করব, কলকাতা সে দিন নাইট রাইডার্সের হয়েই গলা ফাটাবে।”
দক্ষিণ কলকাতার এক স্কুলে ছাত্রদের মাঝে ব্যাট হাতে সাকিব-আল-হাসান। ছবি: শঙ্কর নাগ দাস।
মঙ্গলবার ইডেনে নাইট রাইডার্স বনাম ডেকান চার্জার্স ম্যাচ বৃষ্টিতে পণ্ড হওয়ায় নাইটদের জুটেছে এক পয়েন্ট। এবং দুর্বল ডেকানের কাছে পয়েন্ট হারানো নিয়ে ‘কিডস’-দের যাতে মন খারাপ না হয়, সে জন্য গত রাতে টিম হোটেলে ফিরতে না ফিরতেই পার্টি ঘোষণা করে দেন শাহরুখ। গভীর রাত পর্যন্ত চলে তুমুল নাচা-গানা। সবাই যাননি যদিও। সাকিবের মতো কেউ কেউ আবার টিভি খুলে বার্সেলোনা-চেলসি ম্যাচও দেখতে বসে যান। এ দিন আর প্র্যাক্টিসের বালাই ছিল না নাইটদের। ছুটি দিয়ে দেওয়া হয়। ক্রিকেটারদের কেউ ব্যস্ত থাকলেন বিজ্ঞাপনের শু্যটিংয়ে, কেউ আবার বেরিয়ে পড়েন গল্ফ কোর্সে। যেমন জাক কালিস। বান্ধবী শামোনে ফিরে গিয়েছেন দক্ষিণ আফ্রিকায়। আর পিঠে গল্ফ-কিট নিয়ে কালিস হাঁটা দিলেন শহরের এক গল্ফ কোর্সের দিকে। উদ্দেশ্যেআইপিএলের ক্লান্তিকর সূচির ফাঁকে একটু জিরিয়ে নেওয়া। আগামী শনিবারই আবার নেমে পড়তে হবে ক্রিস গেইলের বেঙ্গালুরুর বিরুদ্ধে। আর এই যে এক পয়েন্ট হারাতে হল, তার প্রভাব তো পড়তে পারে সেমিফাইনালে ওঠার সময়? শনিবার থেকে নাইটদের সামনে তো একের পর এক হেভিওয়েট প্রতিপক্ষ। ধোনির চেন্নাই। সৌরভের পুণে। সহবাগের দিল্লি। সহজ ম্যাচ আর পাচ্ছে কোথায় নাইটরা? সাকিবের মনে হচ্ছে, অসুবিধা হবে না। ভুগতে হবে না এই এক পয়েন্টের জন্য। বরং বিশ্বের এক নম্বর অলরাউন্ডারের বক্তব্য, “প্রকৃতির উপর কারও হাত থাকে না। তাই ও সব ভেবে লাভ নেই। আসলে অনেকে আশঙ্কায় ভুগছেন যে শেষ পর্যন্ত আমাদের সেমিফাইনালে যাওয়া নিয়ে। আমরা কয়েকটা ম্যাচে কিছু ছোটখাটো ভুল করেছি, যার ফলে এ রকম মনে হচ্ছে। কিন্তু আমাদের টিমটা ভাল। ব্যালান্সড টিম। নাইটরা রোজ রোজ ও রকম ভুল করবে না। ঠিক শুধরে নেবে।”

Feds: Crooked TSA Screeners Arrested in Drug Trafficking Scheme

Multiple airport screeners have been arrested for allegedly taking handsome bribes to look the other way while loads of illegal drugs slipped through security at Los Angeles International Airport, federal officials announced today.
Two current and two former officials at the Transportation Security Administration were arrested in the last 48 hours in connection with at least five incidents from February 2011 to July 2011 in which on duty screeners took payments of up to $2,400 to allow suitcases filled with drugs to pass unimpeded through X-ray machines at LAX, U.S. Attorney Andre Birotte Jr.'s office said in a statement.
According to Birotte's office, the scheme was uncovered after a member of the alleged conspiracy accidentally went through the wrong security line and was busted by TSA screeners who were not in on the plot. In another case, a TSA screener unknowingly arranged with a confidential source for the Drug Enforcement Administration to receive $1,200 for a shipment of methamphetamine to pass through security.

The current TSA employees, 23-year-old John Whitfield and 25-year-old Capeline McKinney, and the former screeners, 30-year-old Naral Richardson and 27-year-old Joy White, are all expected to be arraigned in Los Angeles today. If convicted, each could potentially face life in prison, Birotte's office said. The plot also allegedly involved a couple of known drug runners.
"Airport screeners act as a vital checkpoint for homeland security, and air travelers should believe in the fundamental integrity of security systems at our nation's airports," Birotte said. "The allegations in this case describe a significant breakdown of the screening system through the conduct of individuals who placed greed above the nation's security needs."

A spokesperson for the TSA did not immediately respond to a request for comment for this report, but Randy Parsons, the TSA Federal Security Director at LAX, said in the statement from Birotte's office the TSA "has assured the investigating agencies we will do everything we can to assist in their investigation."
"While the arrests are a disappointment, TSA is committed to holding our employees to the highest standards," he said.

Look at this .

চিরিরবন্দর উপজেলার সাইতাড়া ইউনিয়নের পূর্ব সাইতাড়া (কবিরাজ পাড়ার) গ্রামের অশ্বিনী কান্ত রায়ের স্ত্রী ২ সন্তানের জননী চঞ্চলা (২৭) গত মঙ্গলবার ভোর ৪টার সময় একটি অদ্ভুত শিশু জন্ম দিয়েছেন। শিশুটির কোমর হতে উপরি অংশ সম্পূর্ণ মানুষের মত হলেও নিম্ন অংশ কলার মোচার মত দেখতে। প্রস্রাব বা মলদ্বার ছিল না। জন্মের ৩ ঘন্টার মধ্যে শিশুটি মারা যায়। এই অদ্ভুত শিশুটিকে একনজর দেখতে দূর-দূরান্ত হতে শত শত মানুষ অশ্বিনীর বাড়িতে ভিড় জমায়।

Secret Service moves to oust three more in prostitution scandal


The Secret Service announced Tuesday that two more agents connected to the embarrassing Cartagena, Colombia prostitution scandal had chosen to resign and that the agency was moving to fire a third.
The news came shortly after President Barack Obama, taping an appearance on "Late Night with Jimmy Fallon," blamed the uproar on "a couple of knuckleheads" in an otherwise "incredible" agency.
Assistant Director Paul Morrissey from the Secret Service Office of Government and Public Affairs announced the latest personnel news in a written statement that also specified that two other agents had been cleared of serious wrongdoing and would face "administrative action." A U.S. government official familiar with the situation told Yahoo News that could mean anything from a verbal rebuke by a supervisor to a few days of leave.
"The Secret Service's investigation into allegations of misconduct by its employees in Cartagena, Colombia, continues," Morrissey said in the statement.Two more employees have chosen to resign in connection to the scandal, in which agents preparing for Obama's visit to an international summit in Cartagena allegedly brought prostitutes back to their hotel.
The agency is moving to permanently revoke the security clearance of one other individual, a process that allows that person to appeal. If the appeal fails, the employee "must separate" from the agency, Morrissey said.
If that happens, the number of agents who will have resigned, retired or been removed over the controversy will reach nine. Three have been cleared of serious wrongdoing, meaning the agency has addressed the status of all 12 employees under investigation.
"The Secret Service is committed to conducting a full, thorough and fair investigation in this matter, and will not hesitate to take appropriate action should any additional information come to light," Morrissey said.

Tuesday, April 24, 2012

100 Post for my blog

Today i made 100 blog post .I don't think that i will do that . But i don't know however i made this .So thank you all

Who is the best of the history ?


populer copule


Take a look who is this sleeping


Some rear photo


Some of my photo collection


You can't find this photo any where with out here


Some one have a drem to make his own office like this


বিএনপি কার্যালয়ের সামনে গামছা বিছিয়ে শুয়ে পড়লেন বঙ্গবীর

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনের রাস্তায় গামছা বিছিয়ে শুয়ে পড়েছেন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী ও তার জনা সাতেক কর্মী।

বিএনপি কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে রাস্তায় নেমে শুয়ে পড়েন তারা।

মূলত বিএনপি কার্যালয়ে ঢোকার মুখে তার সঙ্গে আসা ১০ নেতা-কর্মীকে আটকের প্রতিবাদেই রাস্তায় শুয়ে পড়েন বঙ্গবীর। একই সঙ্গে বিএনপি কার্যালয়ের গেট থেকে ধরে নিয়ে যাওয়া নেতা-কর্মীদের গেটেই ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।

এ সময় কাদের সিদ্দিকী বলেন, ‘আমাকে গ্রেফতার করতে পারেন। মারতে পারেন। কিন্তু আমার নেতা-কর্মীদের এখানে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমি এখান থেকে যাবো না।’

সাগর-রুনির লাশ পুনঃময়নাতদন্তের আদেশ

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার ৭৩ দিনের মাথায় তাদের লাশ কবর থেকে তুলে আবার ময়নাতদন্তের আদেশ দিয়েছে আদালত।

র‌্যাবের এএসপি জাফরউল্লাহর এক আবেদনে ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা মঙ্গলবার কবর থেকে লাশ তোলার এই আদেশ দেন।

একই সঙ্গে কবর থেকে লাশ উত্তোলনের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য ঢাকার জেলা প্রশাসককে আদেশ দিয়েছেন তিনি।

গত ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছারাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর ও তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি।

ওই ঘটনায় ‘অজ্ঞাতপরিচয়’ ব্যক্তিদের আসামি করে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা হলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী।

গোয়েন্দা পুলিশ ব্যর্থতা স্বীকার করার পর বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ গত ১৮ এপ্রিল এ হত্যা মামলা তদন্তের দায়িত্ব র‌্যাবে স্থানান্তরের নির্দেশ দেয়।

A cruise missile made by South Korea is launched during a test at an undisclosed location, in this picture released by South Korea's defence ministry in Seoul April 19, 2012. South Korea has added to its arsenal the cruise missile that can hit anywhere in the North, the Defence Ministry announced on Thursday, a day after Pyongyang said it was ready to retaliate in the face of international condemnation over its failed rocket launch. The defence ministry said the cruise missile's range is over 1,000 kilometres and it has been distributed to the army already, according to local media. REUTERS/Defence Ministry/Handout (SOUTH KOREA - Tags: MILITARY TPX IMAGES OF THE DAY) FOR EDITORIAL USE ONLY. NOT FOR SALE FOR MARKETING OR ADVERTISING CAMPAIGNS. THIS IMAGE HAS BEEN SUPPLIED BY A THIRD PARTY. IT IS DISTRIBUTED, EXACTLY AS RECEIVED BY REUTERS, AS A SERVICE TO CLIENTS. QUALITY FROM SOURCE less 


Another war is comming in Asia

North Korean soldiers stands in front of the country's Unha-3 rocket, slated for liftoff between April 12-16, at Sohae Satellite Station in Tongchang-ri, North Korea on Sunday April 8, 2012. North Korean space officials have moved a long-range rocket into position for this week's controversial satellite launch, vowing Sunday to push ahead with their plans in defiance of international warnings against violating a ban on missile activity. (AP ...

North Korea vows 'special actions' on South

A North Korean military officer points at a diagram of the Demilitarized Zone (DMZ) which separates the two Koreas at a building in Panmunjom, North Korea Monday, April 23, 2012. North Korea promised Monday to reduce South Korea's conservative government "to ashes" in less than four minutes, in an unusually specific escalation of recent threats aimed at its southern rival. The statement by North Korea's military, carried by state media, comes ...

Monday, April 23, 2012

North Korea issues unusually specific threat

North Korea's military vowed a new and unusually specific threat to its neighbors, saying it would reduce South Korea "to ashes" in less than four minutes.
The statement, released Monday when programming was interrupted on North Korea's state TV by a special report, comes amid rising tensions on the Korean peninsula.
Earlier this month, North Korea was unsuccessful in a long-range missile launch, prompting worries that North Korea may conduct another nuclear test. South Korean officials say new satellite images show that North Korea has been digging a tunnel in what appears to be preparation for a third atomic test.
According to the Associated Press, the statement from North Korea was unusual in promising something soon and in describing a specific period of time.
The North Korean military threatened to "reduce all the rat-like groups and the bases for provocations to ashes in three or four minutes, (or) in much shorter time, by unprecedented peculiar means and methods of our own style."
For months the North has castigated South Korean President Lee Myung-bak and the conservative administration for insulting their leadership and criticizing a new cruise missile capable of striking anywhere in the south.
South Korean officials responded, urging North Korea to end the threats. "We urge North Korea to immediately stop this practice," Unification Ministry spokesman Kim Hyung-suk said, according to the Associated Press. "We express deep concern that the North's threats and accusations have worsened inter-Korean ties and heightened tensions."
Meanwhile, in a meeting Sunday with a North Korean delegation in Beijing, China's senior official on foreign policy praised the leadership shown by North Korea's new young leader, Kim Jong Un.
The meeting follows the April 13 launch of what the United States called a disguised ballistic missile test by North Korea. The rocket disintegrated minutes after launch.
-- With reporting by Ron Recinto

Tandoori Chicken

Because it's marinated before cooking, tandoori food is typically flavorful and moist, and this dish is no exception. Boneless, skinless chicken breasts are soaked in a zesty yogurt-lemon marinade, then broiled and served with flavorful chutney and cilantro leaves to create a tasty meal that's sure to become a favorite.

Ingredients

  • 1-1/2 lb. skinless, boneless chicken breast halves, cut into 1- to 1 1/2-inch pieces
  • 1 8-oz. carton plain yogurt
  • 4 tsp. lemon juice
  • 1-1/2 tsp. grated fresh ginger
  • 2 tsp. paprika
  • 1 tsp. ground cumin
  • 1/2 tsp. ground coriander
  • 1/4 tsp. salt
  • 1/4 tsp. ground turmeric
  • 1/8 to 1/4 tsp. cayenne pepper
  • 1 clove garlic, minced
  • Chutney
  • Cilantro leaves (optional)

Directions

  1. 1Place chicken in a resealable plastic bag set in a bowl. For marinade, in a medium bowl, combine yogurt, lemon juice, ginger, paprika, cumin, coriander, salt, turmeric, cayenne pepper, and garlic; pour over chicken. Close bag. Marinate in refrigerator for 6 to 24 hours, turning occasionally.
  2. 2Preheat broiler. Drain chicken. Place chicken on unheated rack of broiler pan. (Or thread the chicken onto skewers, leaving 1/4-inch space between pieces. Place skewers on the unheated rack of a broiler pan.) Broil 4 inches from the heat for 10 to 12 minutes or until done (170 degrees F), turning once halfway through broiling.
  3. 3Serve with chutney and, if desired, cilantro leaves. Makes 8 to 10 appetizer servings.

Grilled Skirt Steak with Roasted Jalapeno Chimichurri

People who haven't worked a lot with jalapenos, Scotch bonnets, anchos, guajillos, and poblanos might not realize that these different spicy chiles also have pronounced and unique flavors - or that those flavors change when the peppers are roasted or grilled. Here, the grassy-herbal jalapeno picks up a bittersweet char on the grill and still lends its familiar kick to this variation on garlicky South American chimichurri sauce. And there's no better cut for this recipe than juicy, chewy-in-the-best-way skirt steak, grilled just to medium-rare.

BEEF BUYING GUIDE: How to Find a Perfect Steak
• 2 jalapeno chiles
• 2 cups cilantro leaves and sprigs, finely chopped
• 2 cups parsley leaves and sprigs, finely chopped
• 2 garlic cloves, minced
• 3 tbsp fresh lime juice
• 3 tbsp dry red wine
• 1 tbsp red-wine vinegar
• 1/2 cup extra-virgin olive oil, plus more for brushing
• Kosher salt and freshly ground black pepper
• One 2-lb skirt steak

WORST COOKING IN AMERICA: Food Disaster Stories from Chefs

Preheat a grill or grill pan to high.
Roast the jalapenos on the grill until charred on all sides. Put in a bag or covered bowl to steam and cool a little; then peel, stem, and seed the chiles.
Put the jalapenos, cilantro, parsley, garlic, lime juice, red wine, vinegar, olive oil, and salt and pepper to taste in a blender and pulse to blend. Taste for salt, adding more if needed, and blend again.
Brush the steak with olive oil and generously season both sides with salt and pepper. Grill the steak, turning once, until medium-rare, 2 to 4 minutes per side, depending on thickness. Transfer to a plate, tent with foil, and let rest 5 to 10 minutes. Slice the steak 1/2 inch thick across the grain with the knife blade tilted at a 45 degree angle, pile on a serving platter, and top with some chimichurri; pass extra sauce at the table. Serves 4.

Super Secret Hypersonic Aircraft Flew Out of Its Skin

It turns out that tearing through the atmosphere at 20 times the speed of sound is bad for the skin, even if you're a super high-tech aircraft developed by the government's best engineers at its far-out research agency.
DARPA, the Defense Advanced Research Project Agency, has made public its  best guess about what might have caused its unmanned arrowhead-shaped Hypersonic Technology Vehicle (HTV-2) to suddenly lose contact and crash in the Pacific just a few minutes after slicing through the sky at Mach 20 last August: it was going so fast its skin peeled off.
After an eight-month investigation, DARPA concluded that even though the HTV-2 was expected to lose some of its skin mid-flight, "larger than anticipated portions of the vehicle's skin peeled from the aerostructure," the agency said in a statement Friday.
The agency said it expected the HTV-2, which goes so fast it can make the commute from New York to Los Angeles in 12 minutes, to experience "impulsive shock waves" at such speeds, but shocks it experienced last August were "more than 100 times what the vehicle was designed to withstand."
While the test was very public, the details of the HTV-2's design, stability system and potential purpose remain highly classified.
Two months after DARPA's test, the Army tested its own hypersonic aircraft - this one a long-range weapon system called the Advanced Hypersonic Weapon (AHW) designed to strike any target in the world in just a couple hours.

হরতাল টানা তৃতীয় দিনে

 সাত দিনেও এম ইলিয়াস আলীর সন্ধান না পাওয়ায় সারা দেশে টানা তৃতীয় দিনের মতো হরতাল করছে বিএনপি।

হরতালের প্রথম দু’দিনের মতো মঙ্গলবারও নয়া পল্টনে বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ ও র‌্যাব। সকালে তল্লাশি চালানো হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহের বাসায়।

মিরপুর, আজিমপুর, তেজগাঁওসহ বিভিন্ন এলাকায় ভোরে বিএনপি কর্মীরা ঝটিকা মিছিল করার চেষ্টা করলেও পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। সকালে কারওয়ান বাজার এলাকায় একটি বাস পুড়িয়ে দিয়েছে হরতালকারীরা।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘নিখোঁজ’ এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে তিন দিন হরতাল পালন শেষে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। গুলশান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন থেকেই তিনি পরবর্তী কর্মসূচি তুলে ধরবেন।

এদিকে কাতারে চার দিনের সফর শেষে মঙ্গলবার ভোরেই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হরতালে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও ট্রেন, বিমান ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। ঢাকার সড়কে গত দুদিনের তুলনায় বাস চলাচল বেড়েছে। চলছে টেম্পো ও অটো রিকশা ও প্রচুর রিকশা।

হরতালের কারণে চলমান এইচএসসির সোমবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর আগে রবি ও সোমবারের পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়।

হরতালে রাজধানীর অধিকাংশ দোকান-পাট বন্ধ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানও কার্যত বন্ধ। তবে অফিস-আদালত খোলা রয়েছে।

গত ১৭ এপ্রিল মধ্যরাত থেকে নিখোঁজ বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী। তার বনানীর বাড়ির কাছে মহাখালীর একটি গলিতে তার গাড়ি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

তাকে উদ্ধারে গাজীপুরের পুবাইলে সন্দেহজনক কয়েকটি বাড়িতে অভিযান চালায় র‌্যাব, তবে তাকে পাওয়া যায়নি।

বিএনপি দাবি করছে, ইলিয়াসকে ‘গুম’ করেছে সরকার। তবে সরকারের পক্ষ থেকে এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলা হয়েছে, বিএনপি নেতাকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে।

ইলিয়াসকে ফিরিয়ে দেওয়ার দাবিতে সারা দেশে বিএনপির এই হরতালের প্রথম দুই দিনে রাজধানীতে অন্তত ২০টি গাড়ি পোড়ানো হয়েছে। গাড়িতে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছেন এক চালক। রবি ও সোমবার বিক্ষিপ্তভাবে রাজধানীর বিভিন্ন স্থানে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।

প্রথম দুদিন রাজধানীর পরিস্থিতি মোটামুটি নিরুত্তাপ থাকলেও অগ্নিগর্ভ হয়ে উঠেছে ইলিয়াসের নির্বাচনী এলাকা সিলেটের বিশ্বনাথ। রোববারের মতো সোমবারও সেখানে গ্রামবাসীর সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ ঘটেছে। নিহত হয়েছে দুইজন।

সোমবার হরতালের পর বিকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের বলেন, মঙ্গলবারও সকাল-সন্ধ্যা হরতাল হবে।

“ইলিয়াস আলীকে গুমের পর সিলেটের বিশ্বনাথে হরতাল চলাকালে আজ বিএনপির দুজন কর্মীকে পুলিশ গুলি চালিয়ে হত্যা করেছে। অনেক জায়গায় আমাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে।”

ছয় দিন ধরে নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধান দাবি করে ফখরুল বলেন, “ইলিয়াস আলী ও তার গাড়িচালককে ফিরিয়ে দেন। নইলে আমাদের আন্দোলন চলবেই।”

ফখরুল বলেন, “গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন এবং প্রধানমন্ত্রী ও সরকারের লোকজনের কথাবার্তায় আমাদের বিশ্বাস জন্মেছে যে সরকারেই ইলিয়াস আলীকে গুম করেছে। গুমের মূল নায়ক সরকারই। এখন তারা আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশির নামে নানা নাটক করছে।”

তবে শর্তের মাধ্যমে বিএনপি নেতা ইলিয়াস আলীর মুক্তির জন্য দরকষাকষি নিয়ে পত্রিকায় প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ এপ্রিল রাতে সাবেক সাংসদ ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার সংবাদের পরিপ্রেক্ষিতে তাকে দ্রুত উদ্ধার প্রচেষ্টায় সুচিন্তিত ও কার্যকর পদক্ষে গ্রহণ করেছে সরকার এবং তাকে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

How suite


Sunday, April 22, 2012

খিলগাঁওয়ে অপহৃত শিশু মিরপুরে উদ্ধার

 রাজধানীর খিলগাঁওয়ে অপহৃত মোবাশ্বিরা আলম মায়েশাকে মিরপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

আট মাসের মায়েশার সাদা স্যান্ডো গেঞ্জিতে ‘এই শিশুটিকে খিলগাঁও থানায় পৌঁছে দিবেন। শিশুটির বাবার নম্বর...’- লিখে দুর্বৃত্তরা মিরপুরের দক্ষিণ পাইকপাড়ার ৪৭৬/ক নম্বরের পাঁচ তলা ভবনের নিচে ফেলে পালিয়ে যায়।

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম জানান, রোববার বেলা ১২টার দিকে শিশুটিকে প্রচণ্ড গরমে রাস্তায় পড়ে থাকতে দেখে খিলগাঁও পুলিশকে খবর দেয় ওই ভবনের এক তরুণ।

“খবর পেয়েই খিলগাঁও পুলিশ ও ডিবির দলটি ঘটনাস্থলে যায়। অপহৃত মায়েশার বাবা শাহ আলম নিজ সন্তানকে শনাক্ত করেন। তবে উদ্ধারের ঘটনায় আমাদের প্রত্যক্ষ কৃতিত্ব নেই।”

শনিবার রাতে খিলগাঁওয়ের সি ব্লকের একটি বাসায় হানা দিয়ে স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ফোন নিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় তারা ওই বাসা থেকে আট মাসের শিশু মায়েশাকে তুলে নিয়ে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা মনিরুল জানান, “ঘটনায় ‘কুশিলব’ কারা তা জানা গেছে। শুধু দস্যুতা বা ডাকাতি নয়, মুক্তিপণের বিনিময়ে টাকা নেওয়াই তাদের উদ্দেশ্য ছিলো।”

উদ্ধারের পর মায়েশাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় খিলগাঁও থানায়।

সেখানে মায়েশার বাবা শাহ আলম সাংবাদিকদের বলেন, “সন্তানকে ফিরে পেয়ে আমি খুব খুশি।”