Sunday, April 22, 2012

খিলগাঁওয়ে অপহৃত শিশু মিরপুরে উদ্ধার

 রাজধানীর খিলগাঁওয়ে অপহৃত মোবাশ্বিরা আলম মায়েশাকে মিরপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

আট মাসের মায়েশার সাদা স্যান্ডো গেঞ্জিতে ‘এই শিশুটিকে খিলগাঁও থানায় পৌঁছে দিবেন। শিশুটির বাবার নম্বর...’- লিখে দুর্বৃত্তরা মিরপুরের দক্ষিণ পাইকপাড়ার ৪৭৬/ক নম্বরের পাঁচ তলা ভবনের নিচে ফেলে পালিয়ে যায়।

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম জানান, রোববার বেলা ১২টার দিকে শিশুটিকে প্রচণ্ড গরমে রাস্তায় পড়ে থাকতে দেখে খিলগাঁও পুলিশকে খবর দেয় ওই ভবনের এক তরুণ।

“খবর পেয়েই খিলগাঁও পুলিশ ও ডিবির দলটি ঘটনাস্থলে যায়। অপহৃত মায়েশার বাবা শাহ আলম নিজ সন্তানকে শনাক্ত করেন। তবে উদ্ধারের ঘটনায় আমাদের প্রত্যক্ষ কৃতিত্ব নেই।”

শনিবার রাতে খিলগাঁওয়ের সি ব্লকের একটি বাসায় হানা দিয়ে স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ফোন নিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় তারা ওই বাসা থেকে আট মাসের শিশু মায়েশাকে তুলে নিয়ে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা মনিরুল জানান, “ঘটনায় ‘কুশিলব’ কারা তা জানা গেছে। শুধু দস্যুতা বা ডাকাতি নয়, মুক্তিপণের বিনিময়ে টাকা নেওয়াই তাদের উদ্দেশ্য ছিলো।”

উদ্ধারের পর মায়েশাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় খিলগাঁও থানায়।

সেখানে মায়েশার বাবা শাহ আলম সাংবাদিকদের বলেন, “সন্তানকে ফিরে পেয়ে আমি খুব খুশি।”

No comments:

Post a Comment