Thursday, April 19, 2012

Dam politics is life spoiler

ইলিয়াস আলীর খোঁজ চেয়ে স্ত্রীর রিট 
বিএনপি নেতা ইলিয়াস আলীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘্রধরে নিয়ে গেছে’ অভিযোগ করে স্বামীর খোঁজ চেয়ে হাই কোর্টে রিট আবেদন করেছেন তার স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।

ইলিয়াস আলীকে অবৈধভাবে আটক করা হয়নি, এই মর্মে সন্তুষ্ট করতে তাকে আদালতে হাজির করার আদেশ কেন দেওয়া হবে না- সে বিষয়ে রুল চাওয়া হয়েছে এই আবেদনে।

তাহসিনার পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বৃহস্পতিবার সকালে হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি দাখিল করার পর তা বিচারপতি ফরিদ আহাম্মদ ও শেখ হাসান আরিফের বেঞ্চে উপস্থাপন করা হয়।

বিকেলে এ বিষয়ে শুনানি হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান খোকন।

রিট আবেদনে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এসবি/বিশেষ শাখা), পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অপরাধ তদন্ত বিভাগ/সিআইডি), ঢাকা জেলা প্রশাসক, র‌্যাবের মহাপরিচালক, ঢাকা মেট্টোপলিটন পুলিশ কমিশনার, ডেপুটি কমিশনার (ডিবি), বনানী থানার ওসি, গুলশান থানার ওসিকে বিবাদি করা হয়েছে।

রাজধানীর বনানী থানা পুলিশ মঙ্গলবার রাত দেড়টার দিকে মহাখালী এলাকা থেকে সাবেক সাংসদ ইলিয়াস আলীর গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। ওই সময় থেকেই তিনি নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার।

এ ঘটনায় তাহসিনা রুশদী লুনা বুধবার সকালে বনানী থানায় একটি সাধারণ ডায়েরিও করেন।

ওইদিন রাতে বাড়ি ফেরার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইলিয়াসকে গ্রেপ্তার করেছে উল্লেখ করে রিট আবেদনে বলা হয়, আটকের ৩০ ঘণ্টা পার হওয়ার পরও তাকে আদালতের হাজির করা হয়নি। তিনি কোথায় রয়েছেন সরকার সেটাও প্রকাশ করছে না।

“আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোপন স্থানে রেখে তাকে নির্যাতন করছে।”

আবেদনে আরো বলা হয়, ইলিয়াস আলী দুর্নীতি ও সামাজিক অবিচারের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বর্তমান সরকার তার বিরুদ্ধে ইতিমধ্যে অনেক ভুয়া মামলা দায়ের করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সময়ে তাকে অবৈধভাবে আটকের চেষ্টা করেছে। কিন্তু তিনি সব মামলায় জামিন পেয়েছেন।

সাবেক সাংসদ ইলিয়াসের অন্তর্ধাণের পর ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও তার সন্ধান না পেয়ে বিএনপিও অভিযোগ করেছে, তাকে ‘গুম’ করা হয়েছে।

এ জন্য সরকারকে দায়ী করে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। এছাড়া বৃহস্পতিবার সিলেট বিভাগের চার জেলায় হরতাল চলছে। 

No comments:

Post a Comment