সম্প্রতি এক মনোবিজ্ঞানী নতুন এক আইফোন অ্যাপ্লিকেশন তৈরি করেছেন, যার কাজ
হবে ঘুমের মধ্যে মানুষকে সুন্দর স্বপ্ন দেখানো। প্রফেসর রিচার্ড ওয়াইজম্যান
নামের ওই মনোবিজ্ঞানী আশা করছেন পরীক্ষামূলক এই কাজে হাজার হাজার মানুষ
অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে অংশ নেবেন। খবরটি জানিয়েছে বৃটিশ দৈনিক
গার্ডিয়ান।
সূত্র জানিয়েছে, বিশেষভাবে ডিজাইন করা অ্যাপ্লিকেশনটি সমেত আইফোন বিছানায় রাখলে তা বুঝতে পারবে ঘুমিয়ে থাকা ব্যক্তি নড়াচড়া করছেন কি না। এটি তখন বিভিন্ন ধরনের সাউন্ডস্কেপ বা শব্দ তৈরি করবে যা মনোরম দৃশ্য কল্পনায় আনবে। গার্ডিয়ান বলেছে, বনের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া বা সমুদ্র সৈকতে শুয়ে থাকার মতো দৃশ্য কল্পনায় আনতে সাহায্য করবে সেসব শব্দ।
মনোবিজ্ঞানী ধারণা করছেন, এই ধরনের শব্দ শুনতে শুনতে ঘুমিয়ে পড়লে ঘুমন্ত ব্যক্তি কী স্বপ্ন দেখবেন তা এই শব্দ দ্বারাই প্রভাবিত হবে। ফলে, ঘুমের মধ্যে ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখার বদলে ‘সুইট ড্রিম’ দেখতে পাবেন এই অ্যাপ্লিকেশনের ব্যবহারকারীরা।
ড্রিম:অন নামের এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে ও বিস্তারিত dreamonapp.com ওয়েবসাইটে জানা যাবে।
সূত্র জানিয়েছে, বিশেষভাবে ডিজাইন করা অ্যাপ্লিকেশনটি সমেত আইফোন বিছানায় রাখলে তা বুঝতে পারবে ঘুমিয়ে থাকা ব্যক্তি নড়াচড়া করছেন কি না। এটি তখন বিভিন্ন ধরনের সাউন্ডস্কেপ বা শব্দ তৈরি করবে যা মনোরম দৃশ্য কল্পনায় আনবে। গার্ডিয়ান বলেছে, বনের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া বা সমুদ্র সৈকতে শুয়ে থাকার মতো দৃশ্য কল্পনায় আনতে সাহায্য করবে সেসব শব্দ।
মনোবিজ্ঞানী ধারণা করছেন, এই ধরনের শব্দ শুনতে শুনতে ঘুমিয়ে পড়লে ঘুমন্ত ব্যক্তি কী স্বপ্ন দেখবেন তা এই শব্দ দ্বারাই প্রভাবিত হবে। ফলে, ঘুমের মধ্যে ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখার বদলে ‘সুইট ড্রিম’ দেখতে পাবেন এই অ্যাপ্লিকেশনের ব্যবহারকারীরা।
ড্রিম:অন নামের এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে ও বিস্তারিত dreamonapp.com ওয়েবসাইটে জানা যাবে।
No comments:
Post a Comment