ধূমপানের কারণে শাহরুখের বিরুদ্ধে আদালতে অভিযোগ | ||||
|
জয়পুর ক্রিকেট একাডেমির পরিচালক আনন্দ সিং রাঠোরের পক্ষে তিনি এ অভিযোগ দায়ের করেন বলে এনডিটিভি জানায়।
অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে এ অভিযোগ দাখিল করা হয়েছে। ১২ এপ্রিল এ অভিযোগের শুনানি হওয়ার কথা রয়েছে।
রোববার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালস ও শাহরুখের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ চলাকালে তিনি প্রকাশ্যে ধূমপান করেন বলে অভিযোগ করা হয়।
নিম সিং বলেন, “২০০০ সাল থেকে রাজস্থানে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারপরও কয়েক হাজার দর্শকের সামনে শাহরুখ খান ধূমপান করছিলেন। আর ধূমপানের সময় টেলিভিশন চ্যানেলে সরাসরি দেখানো হচ্ছিলো তাকে।”
No comments:
Post a Comment